রিজন বড়ুয়া:
“ তার চেহারার দিকে তাকাতে পারিনা। বুকটা ফেটে যায় আমার। মানুষটা দীর্ঘদিন ধরে কঠিন রোগে বিছানায় কাতরাচ্ছে। তার চিকিৎসার জন্য সংসারের একমাত্র সম্বল টমটম গাড়িটা বিক্রি করেছি ,আত্মীয়-স্বজন থেকে হাত পেতে তার চিকিৎসা চালিয়েছি। তার চিকিৎসা করাতে গিয়ে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে ফেলেছি, এখন আমি নিঃস্ব। ” কথাগুলো বলছিলেন স্ত্রী দীপ্তি দে।
দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামপাড়ার (বর্তমানে রামকুট) স্থায়ী বাসিন্দা মৃত সুধাংশু দে’র পুত্র টমটম চালক প্রদীপ দে (৪০)। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার। স্বামীর চিকিৎসার টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সহধর্মিণী দ্বীপ্তি দে।
দ্বীপ্তি দে বলেন- তার স্বামী প্রায় দেড় মাস যাবৎ চকরিয়া ডুলহাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অপারেশনও হয়েছে। এরইমধ্যে প্রতিদিন তার স্বামীর চিকিৎসার্থে খরচ প্রায় ৩ হাজার টাকা। স্বামীর জন্য এই টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক প্রদীপ দে’র চিকিৎসার্থে ৩ লক্ষ টাকা প্রয়োজন। প্রদীপ দে’কে বাঁচাতে চিকিৎসা সহায়তার জন্য সমাজের মানবিক বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন দ্বীপ্তি দে।
সহযোগিতা পাঠাতে পারেন 01843-266887 (বিকাশ) নম্বরে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 01856-846308 (দ্বীপ্তি দে) নম্বরে।