বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

হস্তান্তরের অপেক্ষায় ১৩৪ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে নতুন করে পালিয়ে আসা ১৩৪ জন সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির সদস্যদের সেদেশে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। 

ইতোমধ্যে তাদেরকে টেকনাফ থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হয়েছে। 

সকাল সাড়ে ৯ টার দিকে জাহাজে করে সাগরপথে তাদেরকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। 

বিজিপি সদস্যদের গ্রহণ করার জন্য দূতাবাস থেকে প্রতিনিধিদল কক্সবাজারে অবস্থান করছেন। মিয়ানমার থেকে রওনা দেওয়া জাহাজটিও গভীর সাগরে অবস্থান নিয়েছে। 

আরাকান আর্মির সাথে যুদ্ধে পিছু হটে ১৩৪ জন বিজিপি সদস্য টেকনাফ, নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে।

এর আগে প্রথম দফায় ৩৩০ জন এবং দ্বিতীয় দফায় ২৮৮ জন বিজিপি সদস্যদের মিয়ানমার পাঠানো হয়।

এদিকে মিয়ানমারের কারাগারে আটক থাকা ৪৫ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!