রোকসানা সুমিঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বিনষ্ট করে অবৈধভাবে গড়ে উঠে ঝুপড়ি দোকানসহ বিভিন্ন স্থাপনা। উচ্চ আদালতের নির্দেশে এসব অবৈধ স্থাপনা জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়। পরে আবারো অবৈধভাবে সৈকতে বসে যায় এসব দোকান। উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে ৩ ফেব্রুয়ারি বিকালে ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে এসব অবৈধ দোকান বন্ধ করে দেয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার শেহরীন আলমের নেতৃত্বে সৈকতের সুগন্ধা পয়েন্টে বসা অবৈধ দোকান ও বিভিন্ন পণ্যের ভ্যানের ব্যবসা বন্ধ করে দেয়া হয়। তিনি এসময় সমুদ্র সৈকতকে ‘হকারমুক্ত বিচ’ ঘোষণা করেন এবং এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও জানান।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সৈকতের বালিয়াড়ি থেকে ৪১৭ টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ।
সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এরুপ নির্দেশ প্রদান করেন উচ্চ আদালত। ।
অন্যদিকে দীর্ঘ বছর ধরে সৈকতে ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে অনেক মানুষ। এখন এসব ব্যবসায়ীরা তাদের জীবিকা হারিয়ে প্রায় দিশেহারা হয়ে পড়েছে। তাদের যেন অন্যত্র পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয় সে ব্যপারে জেলা প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।