শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

হারবাংয়ে বখাটেদের হামলায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত, জেরিনের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে বখাটেদের হামলায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা ও হেনস্থা করেছে বখাটেরা।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড নুনাছড়ি চরপাড়া এলাকায় এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটেছে। 

আহত দুইজনেই হারবাং উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। তারা হলেন ওই এলাকায় আকতার হোসেনের মেয়ে মাইরিন ফারজানা জেরিন (১৫) ও একই এলাকার আতিক হাসানের মেয়ে তাহমিনা রহমান সাথী (১৫)।

এ ঘটনায় আকতার হোসেনের স্ত্রী রেহেনা আকতার বাদী হয়ে হামলাকারী একই এলাকার আব্দু ছালামের ছেলে গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন ও রিয়াজ উদ্দিনসহ চারজনের নামে থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে এসএসসি পরীক্ষার্থী দুইজন চকরিায় পৌরশহরে কোরক বিদ্যাপীঠে যাওয়ার পথে গতিরোধ করে টেনেহিঁচড়ে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং মারধর পূর্বক গুরুতর জখম করে।
তাদের শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বৃহস্পতিবারে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নিলেও, পরিক্ষা ভালো মতো দিতে পারে নি বলে জানান পরীক্ষার্থী জেরিন।
আগামী পরীক্ষা গুলোতে অংশ নিতে পারবে কিনা তা অনিশ্চিত বলে জানান জেরিনের পিতা আকতার হোসেন।
এদিকে বখাটেদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!