শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

হীরক জয়ন্তী নিয়ে প্রপাগন্ডা ছড়ানো দায়ে বুলবুল তালুকদারকে জেলা পূজা উদযাপন পরিষদ থেকে সাময়িক বহিষ্কার

সিসিএন ডেস্ক:
“কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের নীতি নির্ধারণ কমিটির জরুরী সভা ২৪ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্রাহ্মমন্দিরের নিজস্ব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জেলা পূজা উদযাপন পরিষদ কার্যনির্বাহী সদস্য বুলবুল তালুকদারকে সাময়িক বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ ।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারী কলেজের ৬০বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী উদযাপন হয়েছে গত ১৮ মার্চ। উক্ত অনুষ্ঠানে একটি সাম্প্রদায়িক উগ্রপন্থি গোষ্টি হিন্দু সম্প্রদায়কে গো মাংস খাওয়ার মিথ্যা প্রপাগন্ডা ছড়িয়ে সম্প্রীতির জেলা কক্সবাজার সহ সারা দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পায়তারা করে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে কিছু মিথ্যা বক্তব্য জেলা পূজা উদযাপন পরিষদের দৃষ্টি গোছর হলে এ বিষয়ে সত্যতা নিরূপন এবং হীরক জয়ন্তীতে অংশগ্রহণকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে যোগাযোগ করে নিশ্চিত হই যে, প্রকৃত পক্ষে কোন হিন্দু সম্প্রদায় গো মাংস ভক্ষণ করে নায়। কেউ হিন্দু সম্প্রদায়কে গো মাংস ভক্ষণ করায় নি।

কিন্তু কয়েকজন হিন্দু উগ্রবাদী তিলকে তাল বানিয়ে গো মাংস ভক্ষণ করিয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাদের এই মিথ্যা অপপ্রচারের কারণে পুরো জেলায় সম্প্রীতি নষ্ট এবং সারা দেশের মানুষের মনে ভুল ধারণা ঢুকিয়ে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। যা কখনো কাম্য নয়। এ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

পাশাপাশি এ কর্মকান্ডে জড়িত কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য বুলবুল তালুকদারকে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় । কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেজন্য ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বুলবুল তালুকদারকে নোটিশ দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!