বার্তা পরিবেশক:
নতুন হুইপ কক্সবাজার – ৩ (সদর-রামু-ঈদ্গাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউপি সদস্য মো: ইউনুস।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে রামুর ফতেখাঁরকুলস্থ ফকিরা বাজার পরিদর্শনে আসলে নতুন হুইপকে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমইউপি সদস্য মো: ইউনুস, যুবলীগ নেতা নাসির উদ্দীন,ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামিলীগ সভাপতি মো: হোসাইন, আওয়ামিলীগ নেতা বিমল বড়ুয়া, যুবনেতা হারুনর রশীদ, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী শুক্কুর সওদাগর প্রমুখ।
প্রসঙ্গত,আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল কক্সবাজার – ৩ (সদর- রামু- ঈদগাঁও) আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করলে সরকার তাঁকে হুইপের দায়িত্ব প্রদান করে। এর আগে তিনি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।