সিসিএন অনলাইন ডেস্কঃ
এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিতের পরে বড় একটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা ও এসময় ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত দল থেকে ছিটকে গেছেন।
মঙ্গলবার বিসিবির অফিশিয়াল ওয়েব সাইটে এ খবর জানিয়ে বলা হয়, হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে শান্ত দল থেকে ছিটকে গেছেন।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, শান্ত ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার অভিযোগ করেছিলেন। এজন্য তিনি ফিল্ডিংও করতে পারেননি। এটি নিশ্চিত করতে এমআরআই স্ক্যান করা হয়েছিল।
তিনি বলেন, সতর্কতা হিসাবে শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না এবং পুনর্বাসন শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।
এদিকে, একই দিন দুপুরে শান্ত তার ভ্যারিফায়েড ফেসবুকে তার এশিয়া কাপ শেষের খবরটি জানান। তিনি লেখেন, আমার এশিয়া কাপ যাত্রা শেষে হলো। পেশী ব্যথার কারণে এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না। শিগগিরই বাড়ি ফিরবো এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবো।