রিজন বড়ুয়া, কক্সবাজার (রামু):
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের দুই দিনব্যাপী বস্ত্রাধিরাজ দানোত্তম কঠিন চীবর দান আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুমেল বড়ুয়া জানান, “কঠিন চীবর দান উপলক্ষে ২৪ নভেম্বরের কর্মসূচিতে রয়েছে জীবিত মাছ ও কবুতর অবমুক্ত করণ,৮ জনের প্রব্রজ্যা গ্রহণ, ২ জন শ্রমণের উপসম্পদা গ্রহণ, ২৮ বুদ্ধের পূজা,বিশিষ্ট বুদ্ধ কীর্তনীয়া জুসি বড়ুয়ার বুদ্ধ কীর্তন পরিবেশন ও টাটকা চীবর বুনন।”
অন্যদিকে উদ্যাপন পরিষদের সভাপতি সবুজ বড়ুয়া জানান, “২৫ নভেম্বর অনুষ্ঠানের সমাপনী দিনের কর্মসূচিতে রয়েছে ভোরে বুদ্ধ মূর্তি ও বুদ্ধ পূজাসহ গ্রাম প্রদক্ষিণ, বুদ্ধ পূজা,বুদ্ধ প্রতিবিম্ব দান,সীবলী পূজা, উপগুপ্ত মহাস্থবিরের পূজা, অষ্ট উপকরণ সহকারে ৫৭ টি অষ্টপরিষ্কার দান,সংঘদান,গুণীজন সংবর্ধনা, কক্সবাজারের সর্বপ্রথম বৌদ্ধ ধর্মীয় পত্রিকা বোধিরত্ন পত্রিকা বিতরণ,কঠিন চীবর দান, বিশ্ব শান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলন।”
এছাড়া কঠিন চীবর দান উদ্যাপন পরিষদের প্রধান সমন্বায়ক সাংবাদিক অর্পন বড়ুয়া বলেন, “আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারে প্রধান ব্রতী প্রয়াত অরবিন্দু বড়ুয়া ও শ্রীমতি গোপা রানী বড়ুয়ার পরিবারবর্গ ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় বস্ত্রাধিরাজ দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।”