সোমবার, মার্চ ২৪, ২০২৫

২৮ ফেব্রুয়ারী ঝিনুকমালা খেলাঘরের সম্মেলন, প্রস্তুতি পরিষদ গঠিত

সিসিএন রিপোর্ট :

জেলার বৃহৎ জাতীয় শিশু কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বস্মতিক্রমে আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদকে চেয়ারম্যান, রাজিব দেবদাশকে আহবায়ক ও নয়ন চক্রবর্তীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতি পরিষদ একই সাথে চড়ুইভাতি বাস্তবায়ন করবে।

ঝিনুকমালা খেলাঘর আসরের সহ সভাপতি উম্মে খালেদা খানম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুবিমল পাল পান্না, দীপক শর্মা দীপু, দুলাল দাশ, রাজিব দেবদাশ,প্রশান্ত মিত্র, আসিফ সাইফুল আবির, পিন্টু মল্লিক, তসলিমা আকতার, শাকেয়া ইয়াসমিন, নয়ন চক্রবর্তী, মোহাম্মদ সালাহউদ্দিন, পুর্ণিতা বড়ুয়া, মৃত্তিকা দাশ অথৈ, অমিত ধর, সাবিহা সুলতানা জিপা।

আগামী ২৮ ফেব্রুয়ারী সম্মেলন ও চড়ুইভাতি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে পূর্ণিতা বড়ুয়াকে আহবায়ক ও অমিত ধরকে সদস্য সচিব করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!