শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

৫ দিনের ব্যবধানে ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

সিসিএন অনলাইন ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। চারটি ইউনিট সেখানে পৌঁছেছে। ৮/৯টি ঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ৬ জানুয়ারি রাতেও ৫নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে যায় ১ হাজারের বেশি ঘর।

১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আগুনে এ পর্যন্ত ১৫-২০ ঘর পুড়েছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করেছে। আগুন কীভাবে ছড়াল এ বিষয়ে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!