সোমবার, অক্টোবর ২, ২০২৩

৭ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থী দিপিতা চাকমাকে উদ্ধার

সিসিএন অনলাইন ডেস্কঃ

অপহরণের সাত ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দিপিতা চাকমাকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। আজ বুধবার সন্ধ্যায় ৭টার দিকে সাজেকের শিজকছড়া উদয়পুর সীমান্ত সড়কের ছয়নালছড়া এলাকায় তাঁকে রেখে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দিপিতাকে উদ্ধার করে সাজেক থানায় তাঁর মায়ের হাতে তুলে দেন।

এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট-সাজেক সড়কের শিজকছড়ায় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী অপহরণের শিকার হন। এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ উদ্ধার অভিযান শুরু করেন।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ দিপিতাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ, সেনা, বিজিবির অভিযানের মুখে সন্ত্রাসীরা দিপিতাকে রেখে চলে যায়। তাঁকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

দিপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত। শিক্ষা সফরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের নিয়ে চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে সাজেক পর্যটন এলাকার পৌঁছানোর আগে শিজকছড়া এলাকায় অস্ত্রের মুখে দিপিতাকে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর