সোমবার, মে ২০, ২০২৪

কক্সবাজাররে ৩টি উপজেলায় ভোট গ্রহণ শুরু: উপস্থিতি নেই ভোটারের

সাইদুল ফরহাদ:
কক্সবাজারের সদর, মহেশখালী, কুতুবদিয়া উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনটি উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি। অবশ্য সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে। ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে টহলে রয়েছে বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

বুধবার (৮মে) সকাল সাড়ে ৯টা১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যায়নি। এসময় ভোট কেন্দ্রে আনসার, প্রার্থীর সমর্থক ছাড়া তেমন কাউকে দেখা যায়নি।

কক্সবাজার সদর উপজেলাতে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন। ৮২ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৫৯৮ টি। তারমধ্যে স্থায়ী বুথ ৫৫৪ টি এবং অস্থায়ী বুথ ৪৪টি।

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান (পুরুষ) রশিদ মিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে।

চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুজন প্রার্থীর মধ্যে। তাদের একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, অপরজন কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার। শুরুতে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষে তিনজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন অধ্যাপিকা রোমেনা আক্তার এবং চম্পা উদ্দিন।

মহেশখালী উপজেলার ৮ ইউনিয়ন এবং মহেশখালী পৌরসভা সহ মোট ৮৬ টি ভোট কেন্দ্র। ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৫৬৮ জন। ৮৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৫৭৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ৫৫৫ টি এবং অস্থায়ী বুথ ২৩টি।

কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে কুতুবদিয়ার ৬ ইউনিয়নে ৩৭ টি ভোট কেন্দ্র। ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন। ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ২৫৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ২৫০ টি এবং অস্থায়ী বুথ ৮টি।

কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্বে থাকা প্রিজাডিং অফিসার মোহাম্মদ ইসমাইল জানান, আমার কেন্দ্র ভোটার সংখ্যা প্রায় ৪হাজার। কিন্তু সকাল থেকে ৯টা পর্যন্ত ৪টি ভোট পড়েছে। বৃষ্টির কারণে হয়ত ভোটাররা কেন্দ্রে আসছে না।

পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্রে পুলিশের উপপরিদর্শক হামিদুর রহমান বলেন, ভোটারদের উপস্থিতি কম।তবে আমরা শক্ত অবস্থানে আছি।

কলাতলী সরকারি প্রথামিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা সুলতান আহমেদ বলেন, ভোট দিতে এসেছিলাম। কিন্তু আমি ছাড়া কাউকে দেখতে পাইনি।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, প্রতিটি কেন্দ্রে যথা সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সকল প্রস্তুতি রয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর