সোমবার, মে ২০, ২০২৪

খেলাঘর ও ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:
“লাল সবুজের বাংলাদেশে / শিশুর জীবন উঠুক হেসে ” এই প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহ্য ও গৌরবের ৭২ পেরিয়ে আজ খেলাঘরের সৌরভ ছড়ানো ৭৩ বছর।

খেলাঘর একমাত্র শিশু-কিশোর সংগঠন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঘোষণা দিয়ে অংশ গ্রহণ করে। শিশুদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে শহীদের অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে খেলাঘর সারা বাংলাদেশে কাজ করে চলছে। বায়ান্নতে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ২ মে প্রতিষ্ঠিত হয় খেলাঘর।

৭২ বছর পার করে ২ মে বৃহস্পতিবার ৭৩- এ পা রাখছে দেশের সর্ববৃহত্তম ও প্রাচীন শিশু-কিশোর সংগঠন খেলাঘর।

এ উপলক্ষে দিনভর নানা আনন্দ আয়োজন করেছে জেলার সর্বশ্রেষ্ঠ শিশু কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের ভাই বোনেরা

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে দেশপ্রেমিক মানবতাবাদী আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা, খেলাধুলা, নাট্য, বিতর্ক ও বিজ্ঞান চর্চা, নাচ-গান, আবৃত্তি-অভিনয়, ছবি আঁকাসহ সৃজনশীল কার্যক্রম এবং শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশু নির্যাতন প্রতিরোধে আন্দোলন চালিয়ে আসছে খেলাঘর।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে স্টেডিয়াম সংলগ্ন ঝিনুকমালা খেলাঘর আসরের নিজস্ব কার্যালয়ে ২ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠানের সূচনা হয়৷ পরে ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির শিক্ষার্থীরা নৃত্য, কবিতা আবৃত্তি, গান পরিবেশনা করেন। ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুকিশোরদের সাথে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখেন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ সওয়ার সোহেল।

খেলাঘর কক্সবাজার জেলার কমিটির সভাপতি সুবিমল পাল পান্না তার বক্তব্যে শিশুদের মানসিক বিকাশে খেলাঘরের গুরুত্ব তুলে ধরেন।

একইসাথে ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির জন্মদিন উপলক্ষে প্রশিক্ষণ একাডেমির পরিচালক ডাঃ চন্দন কান্তি দাশ এই প্রতিষ্ঠানের উত্তরত্তোর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনুকমালা খেলাঘরের সহসভাপতি এডভোকেট পরেশ কান্তি দে, খেলাঘর কক্সবাজার জেলার কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য ধ্রুব সেন দে, কক্সবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলীয় সদস্য ও ঝিনুকমালা খেলাঘর আসরের সহ সভাপতি দীপক শর্মা দীপু সিমুনিয়া খেলাঘরের সভাপতি বুলবুলে জান্নাত, ঝিনুকমালা খেলাঘর আসরের সংগঠক প্রশান্ত মিত্র, আরাফাত সাইফুল আদর ,ঝিনুকমালা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক আসিফ সাইফুল আবীর, ঝিনুকমালা খেলাঘরের অর্থ সম্পাদক নয়ন চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জয় চক্রবর্তী, প্রচার সম্পাদক সালাউদ্দিন, প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক সচিব কর্মকার, অতনু দাশ জয় ,পুর্নিতা বড়ুয়া,পায়েল সেন, ঝিনুকমালা খেলাঘর আসরের সংগঠক সুজয় পাল জিতু , প্রিতম পাল প্রিতু, নিলয় বিশ্বাস, দিপ্ত দে মৃত্তিকা দাশ, অমিত ধর, শান্তুনু চৌধুরী,শ্রীকান্ত পাল রাজ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুদের হাতে খেলাঘরের জন্মদিনের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সংগঠক ও অতিথিদের সাথে নিয়ে কেক কেটে খেলাঘরের ৭২ বছর উদ্‌যাপন করা হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর