সোমবার, মে ২০, ২০২৪

তমিজ আহমদের দাফন সম্পন্ন,জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে

বার্তা পরিবেশক

মরিচ্যা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তমিজ আহমদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

২৯ জানুয়ারি দুপুর আড়াইটায় মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোখতার আহমদ ও বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজা পালং এর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রত্না পালং এর চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, হলদিয়া পালং এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, হলদিয়া পালং এর মেম্বার মনজুর আলম, সাবেক মেম্বার মোঃ ইসলাম,ব্যবসায়ী গফুর চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল মনছুর চৌধুরী, সাংবাদিক রাসেল চৌধুরী।

জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেম মুফতি মওলানা কেফায়েতুল্লাহ শফিক। জানাজা শেষে মরহুমের নিজ জন্মগ্রাম হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জোনাব আলী পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য স্বনামধন্য ব্যবসায়ী তমিজ আহমদ (৬২) রোববার রাত ৯ টা ২০ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও শুভাকাংখি রেখে গেছেন। তার সব সন্তানই উচ্চশিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

মরহুম তমিজ আহমদের পিতা হচ্ছেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আলহাজ্ব হাজী পেঠান আলী সওদাগর ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর