সোমবার, মে ২০, ২০২৪

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কার ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি

রিয়াজ উদ্দিন রিয়াদ, ঈদগাঁও প্রতিনিধি :

বর্তমান সরকারের অধীনে উপজেলা পরিষদ সহ যেকোনও নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি। সেই ধারাবাহিকতায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে যাওয়া ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি কে দল থেকে বহিষ্কার করেছে দলটি।

রোববার (২১ এপ্রিল) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২ জনকে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া দুই বিএনপি নেতা হলেন কক্সবাজার ঈদগাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি ও পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজার জেলাধীন ঈদগাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর