সোমবার, মে ২০, ২০২৪

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে; ৬ মাস পর টেকনাফ থেকে মেয়ের মরদেহ উদ্ধার

সিসিএন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তাঁর স্বামী মুহাম্মদ ইমাদ।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০ টারদিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মুমতাহিনা মুহনা। সে খুলনা জেলার মুহাম্মদ মোস্তফা ও মনোয়ারা বেগম দম্পতির মেয়ে।

নিহতের স্বামী ইমাদ জানান, ফ্রি ফায়ারে পরিচয় হয় খুলনার মেয়ে মুমতাহিনার সাথে, ৬ মাস আগে বিয়ে হয়।

গতকাল (২মে) রাত ১১ টারদিকে ঘরের দরজা বাহিরে তালা দিয়ে হ্নীলা বোনের বাড়িতে বেড়াতে যায়। বোনের বাড়িতে গিয়ে নিহত স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় সকালে দ্রুত ইমাদ ঘরে এসে দরজার তালা খুলে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে নিহতের মৃতদেহ । পরে সে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি নামান বলে জানায় ইমাদ।

কেন একজন মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে? এর ভেতরের অনেক রহস্য থাকতে পারে বলে দাবি করেন স্থানীয়রা।

নিহতের স্বামী ও তার শাশুড়ীকে প্রশাসন জিজ্ঞেসাবাদ করলেই মূল রহস্য বের হয়ে আসবে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় মেম্বার বাদশাহ মিয়া বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহের গলায় দাগ দেখেছি, তবে বিস্তারিত তেমন কিছু জানি না। মূল রহস্য কি সেটা প্রশাসন তদন্ত করে বের করতে পারবে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি শাহাদাত সিরাজী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে যাওয়া হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর