সোমবার, মে ২০, ২০২৪

বিজয়ের সাংস্কৃতিক উৎসব উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভা অনুষ্ঠিত

সিসিএন নিউজ:

“আমার দেশ,সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ” শীর্ষক স্লোগানকে সামনে রেখে আগামী ১৬,১৭,১৮ ডিসেম্বর ৩ দিন ব্যাপী বিজয়ের সাংস্কৃতিক উৎসব উপলক্ষে কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ের সাংস্কৃতিক উৎসবের ব্যবস্থাপনা পরিষদের আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিজয়ের সাংস্কৃতিক উৎসবের সাংস্কৃতিক পরিষদের আহবায়ক জসিম উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন,আবৃত্তিকার এডভোকেট পরেশ কান্তি দে,খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ সরোয়ার সোহেল,কক্সবাজার থিয়েটারের সুশান্ত পাল বাচ্চু, শ্রুতি আবৃত্তি অঙ্গনের এডভোকেট প্রতিভা দাশ,জেলা খেলাঘরের ধ্রুব সেন দেন, বিজয়ের সাংস্কৃতিক উৎসবের ব্যবস্থাপনা পরিষদের সদস্য সচিব ওয়াহিদ মুরাদ সুমন,বিজয়ের সাংস্কৃতিক উৎসব সাংস্কৃতিক পরিষদের রাজীব দেবদাশ, সত্যান সেন শিল্পীগোষ্ঠীর মনির মোবারক, থিয়েটার আর্ট কক্সবাজারের অন্তিক চক্রবর্তী, সাগরিকা খেলাঘর আসরের আবু তাহের কুতুবী,সিমুনিয়া খেলাঘর আসরের রানা মল্লিক,হায়দার নেজাম,আনন্দময় খেলাঘরের শহিদুল্লাহ, পরিধন কান্তি দে,ঝিনুকমালা খেলাঘরের মিশু দাশ গুপ্ত,জাগো বাংলাদেশের রুনা বড়ুয়া,সৃজন সংগীত ভূবণের পুষ্পেন দাশ,আবীর চৌধুরী।

১৬ ই ডিসেম্বর বিকালে উদ্বোধন ও বিজয় শোভাযাত্রার মাধ্যমে সূচনা হবে তিনদিন ব্যাপী এবারের বিজয়ের সাংস্কৃতিক উৎসবের।

বিজয়ের সাংস্কৃতিক উৎসবে সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করবে ঝিনুকমালা খেলাঘর আসর,দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র,,সত্যানসেন শিল্পীগোষ্ঠী,শ্রুতি আবৃত্তি অঙ্গনের,সিমুনিয়া খেলাঘর আসরের,জাগো বাংলাদেশ,আনন্দময় খেলাঘর আসর,সৈকত খেলাঘর আসর,সৃজন সংগীত ভূবণ,সাগরিকা খেলাঘর আসর,বিজয়মুখ সাংস্কৃতিক সংগঠন।

তিনদিন ব্যাপী বিজয়ের সাংস্কৃতিক উৎসবে সার্বিক সহযোগিতা করছে খেলাঘর কক্সবাজার জেলা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর