সোমবার, মে ২০, ২০২৪

২৯ এপ্রিল দিবসকে “জাতীয় বিপদাপন্ন ও দুর্যোগ প্রতিরোধ দিবস” ঘোষণা করার প্রস্তাবনা কসউবি’য়ান দের

প্রেস রিলিজঃ

আজ ভয়াল ২৯শে এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে নেমে এসেছিল ভয়াবহ দুর্যোগ। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল উপকূলীয় জনপদ। নিহত হয়েছিল লক্ষাধিক মানুষ। ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদিপশু। সেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে কক্সবাজারের আট উপজেলা ও সারাদেশের উপকূলের হাজার হাজার গ্রাম লণ্ডভণ্ড হয়েছিল। ক্ষতি হয়েছিল কোটি কোটি টাকার সম্পদ।

২৯ এপ্রিল স্মরণে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭৪ ব্যাচের ছাত্র বিশিষ্ট গবেষক, পরিবেশবিদ, সাংবাদিক বিশ্বজিত সেন বাঞ্চ ব্যক্তিগত স্মৃতিচারণ করে দিনটিকে “জাতীয় বিপদাপন্ন ও দুর্যোগ প্রতিরোধ দিবস” ঘোষণার প্রস্তাব উত্থাপন করে কসউবিয়ানদের ফেসবুক গ্রুপে দীর্ঘ পোস্ট দেন। কসউবিয়ান পরিবার মনে করে, ২৯ এপ্রিল “জাতীয় বিপদাপন্ন ও দুর্যোগ প্রতিরোধ দিবস” হিসেবে ঘোষিত হলে জাতীয় দুর্যোগ প্রতিরোধ সচেতনতায় উপকূলীয় এলাকার মানুষ সমষ্টিগতভাবে সচেতন হবে ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় একত্রে কাজ করবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর