বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

বাংলা ভাষা সংরক্ষণে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্টানমালা আজ ২০ ফেব্রুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে প্রকৌশলী অন্তিক চক্রবর্তী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শিল্পী কামাল পাশা চৌধুরী,নাট্যজন এড.তাপস রক্ষিত,কবি আসিফ নূর,সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম। বক্তারা বলেন, “বর্তমান সময়ে সর্বস্তরে বাংলা ভাষার চর্চা, সংরক্ষণ ও মর্যাদা রক্ষায় উদাসীনতা লক্ষ্যনীয়।

বাংলা ভাষার সঙ্গে বিদেশি ভাষার সংমিশ্রণে ভাষার যে ‘সংকট’ সৃষ্টি হয়েছে, তার বিপরীতে তরুণ প্রজন্মকে ভূমিকা পালন করতে হবে!” এসময় উপস্থিত ছিলেন খেলাঘর আসর কক্সবাজারের সভাপতি সুবিমল পাল,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, খেলাঘর সংগঠক ডাঃ চন্দন কান্তি দাশ,ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাজীব দেবদাশ,সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, ফয়সাল হুদা, সায়ন্তন ভট্টাচার্য্য প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর